আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুলাই || স্টাফ সিলেকশন কমিশনের অন্তর্গত সারা দেশব্যাপী ডিফেন্সের বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে। সেই বিষয়ে ত্রিপুরা রাজ্যের জন্য বরাদ্দকৃত আসন সংখ্যার জন্য ত্রিপুরার স্থানীয় ছেলেদের জন্য ইন্টারভিউ হয়। কিন্তু দেখা যাচ্ছে বহিঃরাজ্যের ছেলেরা টাকা দিয়ে পিআরটিসি বানিয়ে ইন্টারভিউতে অংশগ্রহণ করছে। তাতে ত্রিপুরার ছেলেরা বঞ্চিত হচ্ছে। এমনটাই অভিযোগ তুলে সোমবার ত্রিপুরার ছেলেরা মুখ্যমন্ত্রীর সেক্রেটারির নিকট এক ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবী ইন্টারভিউ শেষ হলেও মেডিকেল এখনো বাকি রয়েছে। ওইখানে যাতে SSC ইন্টারভিউতে উত্তীর্ণ সকল ছেলেদের রেশন কার্ড বাধ্যতামূলক করা হয়। সেই দাবী নিয়েই এদিন মুখ্যমন্ত্রীর সচিবের সাথে সাক্ষাৎ করেন এসএসসি পরীক্ষা উত্তীর্ণ ছাত্ররা।