আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুলাই || ত্রিপুরা রাবার, বাঁশ, প্রাকৃতিক গ্যাস সহ অন্যান্য প্রাকৃতিক সম্পদে ভরপুর। ফুল, ফল সহ বিভিন্ন ফসলের উৎপাদনে বর্তমানে নতুন উদ্যমে এগিয়ে চলেছে ত্রিপুরা। আনারস, কাঁঠাল এবং সুগন্ধি লেবু ত্রিপুরার পরিচিতিকে দেশ এবং দেশের বাইরে নতুন ভাবে মেলে ধরেছে। সোমবার রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরার কৃষিজাত ফসলের উপর ন্যাশনাল কনফারেন্স এবং ক্রেতা- বিক্রেতা সন্মেলনের উদ্বোধন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরায় উৎপাদিত কৃষি ও উদ্যানজাত ফসল বাজারজাতকরণের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। উৎপাদিত ফসল সংরক্ষণের উদ্দেশ্যে ত্রিপুরায় ১৩টি সৌরভিত্তিক শীতলকক্ষ তৈরী করা হচ্ছে।
এদিন তিনি বলেন, ত্রিপুরায় ২১ প্রজাতির বাঁশ রয়েছে। নয়াদিল্লিতে নবনির্মিত সংসদ ভবনেও ত্রিপুরার বাঁশের নির্মিত টাইলস বসানো হয়েছে, যা রাজ্যের জন্য অত্যন্ত গৌরবের।