স্পোর্টস ডেস্ক ।। বিতর্কের সূত্রপাত ভারত বনাম বাংলাদেশ ম্যাচ থেকেই। মেলবোর্নে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি পেস বোলার রুবেল হোসেনের একটি বলে মিড উইকেটে ক্যাচ দেন রোহিত। আউট হয়ে ২২ গজ ছাড়ার আগেই আম্পায়ার আলিন দার নো বল কল করেন। বিতর্কের মূলে ছিল রুবেলের ফুলটস ডেলিভারি। আদৌ কি তা রোহিতের কোমরের ওপরে ছিল? না কি কোমরের অনেক নিচ থেকেই বলটি হিট করেন তিনি? বিতর্কের জেরে আইসিসি চেয়ারম্যান ও প্রেসিডেন্টের মধ্যে শুরু হয় বাকযুদ্ধ। মুস্তফা কামাল এবং শ্রীনির বিবাদের জের ছড়ায় ভারত ও বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যেও। ফেসবুক, টুইটারে নিজেদের মধ্যে তর্ক-বিতর্কে জড়িয়ে পরেন দুই দেশের ক্রিকেট ভক্তরা। অবশেষে বিতর্ক এড়াতে ওই বিতর্কিত “নো’ বলের যাবতীয় তথ্য সরিয়ে নেওয়া হয়।
সৌজন্যে ২৪ ঘন্টা।