আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুলাই || নেশা সামগ্রী আটক করতে আবারো বড়সড় সাফল্য পেয়েছে আমবাসা থানার পুলিশ। জানা যায়, আমবাসা কাঠালবাড়ী মগপাড়া নাকা পয়েন্টে আগরতলাগামী এএস ০১ কিউসি ৩২৬৮ নম্বরের ১২ চাকার সিমেন্ট বোঝাই লরিতে তল্লাশি চালিয়ে ১৯৮ প্যাকেটে মোট ১৯ হাজার ৫৭৫টি ফেন্সিডিলের বোতল উদ্ধার করে পুলিশ। সাথে গাড়ির সহ চালককে আটক করা হয়েছে। জানা যায়, গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। তবে, গাড়ির সহচালককে আটক করা হয়েছে। জানা যায়, বাজেয়াপ্ত ফেন্সিডিলের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৪০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।