আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুলাই || ত্রিপুরা সরকারের কারা দপ্তরের উদ্যোগে মঙ্গলবার রাজ্য সরকারি অতিথিশালায় ই-পিজন ওয়েব পোর্টালের উপর তিন দিনের এক কর্মশালার সূচনা করা হয়। এদিন এই কর্মশালার উদ্বোধন করেন কারা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা এবং দপ্তরের সচিব তাপস রায়।
এদিন কারামন্ত্রী শান্তনা চাকমা বলেন, বর্তমানে সময়ের কাজ সময়ে শেষ করার জন্য বিভিন্ন দপ্তরের সব ব্যবস্থাপনা আধুনিক করা হচ্ছে। আধুনিক বিজ্ঞান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ত্রিপুরায় সংশোধনাগারগুলিকে আধুনিকীকরণ করা হচ্ছে। যে কোনো জায়গা থেকে ই-প্রিজন ওয়েব পোর্টালের মাধ্যমে জনগণ সরাসরি দপ্তরের সাথে যোগাযোগ করতে পারবেন বলে জানান তিনি।