আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুলাই || মঙ্গবার ইন্দ্রনগরের গোমতী ডেইরি প্রাঙ্গনে ৫০০০ লিটার ক্ষমতাসম্পন্ন ইনসুলেটেড রোড মিল্ক ট্যাঙ্কারের উদ্বোধন করেন রাজ্যের এআরডিডি মন্ত্রী সুধাংশু দাস। এদিন সবুজ পতাকা নেড়ে ইনসুলেটেড রোড মিল্ক ট্যাঙ্কারের যাত্রার সূচনা করেন তিনি। মোট ২৯ লক্ষ টাকা ব্যয়ে ইনসুলেটেড রোড মিল্ক ট্যাঙ্কারের সূচনা করা হয়। এদিন রাজ্যের এআরডিডি মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান সমীর চন্দ্র দাস সহ অন্যান্যরা।