আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুলাই || ত্রিপুরায় সরকারি চাকুরীতে নিয়োগে এবার থেকে পিআরটিসি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তবে, বিশেষ পরিস্থিতিতে ওই নিয়মে শিথিলতার এক্তিয়ার থাকবে ত্রিপুরা সরকারের। মঙ্গলবার আজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে আয়োজিত এল সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন তিনি বলেন, এখন থেকে ত্রিপুরায় সরকারী দপ্তর, নিগম, বোর্ড এবং পিএসইউ-তে গ্রুপ-এ থেকে গ্রুপ-ডি পর্যন্ত নিয়োগে পিআরটিসি বাধ্যতামূলক হবে। এদিন তিনি বলেন, এখন থেকে সরকারি দপ্তর কিংবা টিপিএসসি’র মাধ্যমে নিয়োগে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক হবে।