সাগর দেব, তেলিয়ামুড়া, ০৫ জুলাই || জলে ডুবে মর্মান্তিক ভাবে মৃত্যু হওয়া দুই শিশু কন্যার বাড়িতে গেলেন উপজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। উল্লেখ্য, মঙ্গলবার সকাল নাগাদ তেলিয়ামুড়া থানা এলাকার দক্ষিণ গোকুল নগর এডিসি ভিলেযের মানিক বাজারের মঙ্গলজয় পাড়ার বাসিন্দা দারুকা দেববর্মার শিশু কন্যা এবং রূপিনী পাড়ার বাসিন্দা বিকাশ দেববর্মার শিশু কন্যা দুজনে খেলাধূলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরের জলে ডুবে মৃত্যু হয় তাদের। এই হৃদয়বিদারক ঘটনার খবর পেয়ে বুধবার মহুকুমা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে গোকুলনগর এডিসি ভিলেজের মঙ্গলজয় পাড়া এবং রূপিনী পাড়াস্থিত জলে ডুবে মৃত দুই শিশুর বাড়িতে যান ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি তাদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন এবং তাদের পরিবারের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান স্বরূপ চার লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা করেন। তাদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলার পর, সংবাদ মাধ্যমের সন্মুখীন হয়ে উপজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় মৃত্যু হওয়া ২ শিশুর আত্মার শান্তি কামনা করেছেন এবং তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি আরো জানান যে, এই হৃদয়বিদারক ঘটনার খবর পাওয়ার পর থেকেই তিনি তাদের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেছিলেন এবং অবশেষে বুধবার প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতায় তিনি মৃতদের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরেছেন। মন্ত্রীকে এদিন কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃত দুই শিশুর পরিবার পরিজনরা।