বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৫ জুলাই || শান্তিরবাজার থানা সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় এক যুবক। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত্রিবেলায় শান্তিরবাজার থানা সংলগ্ন এলাকায় একটি দুর্ঘটনার খবর আসে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীর নিকট। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। এই দুর্ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমকে জানাতে গিয়ে দমকল বাহিনীর কর্মী জানান, টি আর ০৮ সি ৯১৮৮ নাম্বারের একটি বাইক দূর্ঘটনার স্বীকার হয়। আনুমানিক ধারনা করা হচ্ছে আহত ব্যক্তি শান্তিরবাজার থেকে উদয়পুরের উদ্দ্যেশ্যে যাবার পথে মালবাহী ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ব্যক্তির পরিচয় জানাযায়নি বলে জানান দমকল বাহিনীর কর্মীরা।