আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুলাই || কালোবাজারি রুখতে এবার ময়দানে খোদ খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী। বুধবার রাজধানীর মহারাজগঞ্জ বাজার এলাকায় খাদ্য দপ্তরের অধিকর্তা সহ মহাকুমা শাসকের একটি টিম অভিযান চালায়। পাশাপাশি একটি দোকানকে বন্ধ করে দেওয়া হয় বলে জানালেন খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী।