আগরতলা, ৩১ মার্চ ।। যাঁরা মানুষের তরে জীবন দানকেই পাথেয় করে ইতি টানেন তাঁদের প্রয়াণের শেষেই বলা হয় যে প্রাণ ছিল তব কাছে সবচাইতে মূল্যবান মানুষের তবে সেই প্রাণ দান করে গেলে অকাতরে, অবলীলায়। প্রয়াত বিমল সিনহার নতুন করে পরিচিতির প্রয়োজন নেই – মন্ত্রিত্ব থেকে শুরু করে দলীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন প্রয়াত বিমল সিনহা। ৩১ মার্চ মঙ্গলবার ছিল রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী বিমল সিনহার ১৮তম প্রয়াণ দিবস। সেই উপলক্ষ্যে গোটা রাজ্যে CPI(M)-র পক্ষ্য থেকে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী বিমল সিনহাকে স্মরন করা হয়েছে।