আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুলাই || ত্রিপুরার প্রতিবেশী রাজ্য মণিপুরে চলছে ভাতৃ-ঘাতী দাঙ্গা। অনেকে আশ্রয় নিয়েছে শরণার্থী শিবিরে। বুধবার পুথিবা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে তাদের জন্য মশারি ও বেডশীট দিয়ে কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মশারি ও বেডশীটগুলি মনিপুরের প্রতিনিধিদের হাতে তুলে দেয় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।