আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুলাই || বটতলা শিব মন্দির থেকে দশমিঘাট পর্যন্ত রাস্তায় অল্প বৃষ্টিতে জল জমে যায়, যা জয়নগর এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা। বটতলা এলাকায় রাস্তার দু’পাশের বেদখল জমি দখলমুক্ত করা হয়েছে পুর নিগমের উদ্যোগে এবং কাজ চলছে ড্রেন ও রাস্তা প্রশস্ত করার। এই এলাকার জল কালাপানিয়া খালে এই ড্রেনের মাধ্যমে গিয়ে পড়বে। যার ফলে এই এলাকার অল্প বৃষ্টিতে জল জমার সমস্যা থেকে নিস্তার পাবে জনগণ। পাশাপাশি বটতলা বাজার এবং দশমীঘাট এলাকায় যেখানে প্রতিমা বিসর্জন করা হয় সেই জায়গার উন্নয়নমূলক কাজ সরজমিনে ঘুরে দেখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাছাড়া সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, মেয়র-ইন-কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর নিবাস দাস, সমাজসেবী সঞ্জয় সাহা সহ এলাকাবাসীরা।