সাগর দেব, তেলিয়ামুড়া, ০৬ জুলাই || চলন্ত গাড়ির আঘাতে আরো একজনের প্রাণ নিভে গেলো। ঘটনা বৃহস্পতিবার সকাল প্রায় দশটা নাগাদ তেলিয়ামুড়ার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত অম্পি চৌমুহনী জাতীয় সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাণীর বাজার মোহনপুরের উমা রাণী দেবনাথ (৪৫) নামে এক মহিলা কল্যাণপুর থেকে তেলিয়ামুড়ায় আসে। স্থানীয় অম্পি চৌমুহনী জাতীয় সড়ক অতিক্রম করতে গেলে, আগরতলা থেকে ধর্মনগরগামী তেলের ট্যাংকার উমা রাণী দেবনাথকে আঘাত করে দ্রুতগতিতে চলে যায়। খবর পেয়ে দমকলের গাড়ি করে গুরুতর আহত উমা রাণী দেবনাথকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরই উমা রাণী দেবনাথকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। জানা যায়, মৃত উমা দেবি কল্যানপুর উনার কোন এক নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকেই বৃহস্পতিবার নিজের বাড়িতে যাওয়ার জন্য কল্যানপুর থেকে তেলিয়ামুড়া নেমে ফের তেলিয়ামুড়া থেকে আগরতলাগামী গাড়িতে উঠার জন্য রাস্তা পার করছিলেন। সেই সময়েই এই দুর্ঘটনা বলে জানা যায়। এদিকে প্রাথমিক অবস্থায় TR 01 Z 1672 নম্বরের ঘাতক গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হলেও পরবর্তী সময়ে গাড়ির চালক তেলিয়ামুড়া থানায় গিয়ে গাড়ি সহ আত্ম সমর্পন করে বলে পুলিশ সুত্রে জানা যায়।
উল্লেখ্য, তেলিয়ামুড়ার ভগ্নপ্রায় ট্রাফিক ব্যবস্থার কঙ্কালসার চেহারা ক্রমশই প্রকাশ্য। ট্রাফিক সংক্রান্ত অব্যাবস্থার কারণে প্রায় প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা তেলিয়ামুড়ার নিত্য নৈমত্তিক ঘটনায় পরিণত হয়েছে। তবে বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়ার শহরের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত অম্পি চৌমুহনীতে ঘটে যাওয়া রুমহর্ষক পথ দুর্ঘটনায় বৈষ্ণব এক মহিলার মৃত্যুতে আবারও বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে ট্রাফিক ব্যবস্থা নিয়ে।