ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী তাঁর জীবনকে ভারতের ঐক্য ও অগ্রগতির উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেনঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুলাই || জাতীয়তাবাদের মশালধারক, দক্ষ সংগঠক তথা ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৩’তম জন্মজয়ন্তীতে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় এক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান। বৃহস্পতিবার আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, এম বি বি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ জগদীশ গন চৌধুরী প্রমুখ।
এদিন তিনি ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বলেন, ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর আদর্শের প্রতি দায়বদ্ধতা এবং জাতীয়তাবাদী চিন্তাধারা কোটি কোটি দেশবাসীর অনুপ্রেরণা। ডঃ মুখার্জী তাঁর জীবনকে ভারতের ঐক্য ও অগ্রগতির উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন।
এদিন এই মহতী অনুষ্ঠানে এম বি বি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ জগদীশ গন চৌধুরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর বিষয়ে জ্ঞানের পরিধি বিস্তৃত করেছেন।
ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৩’তম জন্মজয়ন্তীতে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে অঙ্কন ও আলোকচিত্রী প্রদর্শনী ঘুরে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক আয়োজিত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রাজ্যভিত্তিক প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে শালিনী দেব (কমলপুর সাধারণ ডিগ্রি কলেজ), সাগরদীপ কুড়ি মোদক‌ (স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়, মোহনপুর) এবং অভিষেক সরকার (বিবিএমসি, আগরতলা)। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*