দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৩১ মার্চ ।। রাজ্যের নির্বাচন কমিশন ঘোষনা করেছেন ADC নির্বাচনের নির্ঘণ্ট। ৩রা মে রাজ্যে ADC-র ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৮টি আসনে ভোট হবে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। রাজ্যের নির্বাচন কমিশন জানিয়েছেন, ADC নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ই এপ্রিল। ১৩ই এপ্রিল হবে স্ক্রুটিনি এবং ১৬ই এপ্রিল প্রত্যাহারের শেষ দিন। ১০৭১টি কেন্দ্রে এবার ভোট হতে যাচ্ছে ADC তে। এই প্রথম ADC-র ভোটে EVM ব্যবহার করা হবে।