দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৩১ মার্চ ।। অবশেষে ২০০৬ ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী রাজ্য সরকার রাজ্যের কর্মচারীদের কেন্দ্রীয় বেতন হারে গ্রেড পে-এর ঘোষনা দিয়েছেন। এতে ক্যাজুয়েল, প্যানশনার ও পি এস ইউ (প্রাইভেট সেক্টার ইউনিট) কর্মচারীরা উপকৃত হবেন। পয়লা এপ্রিল থেকে এই গ্রেড পে কার্যকর হতে যাচ্ছে। রাজ্য সরকারের নতুন গ্রেড পে-এর সিদ্ধান্তের ঘোষনায় ৩৩৮•৭৫ কোটি টাকা খরচ হতে যাচ্ছে। এই নতুন বেতনক্রম পাবেন ADC-র কর্মচারীরাও। মঙ্গলবার সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা। আর্থিক সীমাবদ্ধতার মধ্যে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজন ধর। অন্যদিকে বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ একে বঞ্চনা বলে অভিহিত করেছেন।