বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৭ জুলাই || অন্যান্য বছরের ন্যায় এইবছরও শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে ৭ দিন ব্যাপী চলে জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবির। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই বিশেষ শিবিরের পরিসমাপ্তি হয়। এদিন এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের এগ্রিস্টেন্ডিং কমিটির চেয়ারম্যান বিকাশ বৈদ্য, ত্রিপুরা খাদি বোর্ডের সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী শম্ভু মানিক, বিশিষ্ট সমাজসেবী মনিন্দ্র বিশ্বাস সহ অন্যান্যরা। এই সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা জাতীয় সেবা প্রকল্পের বিভিন্ন দিকগুলি সম্পর্কে কিছু বক্তব্য সকলের সামনে তুলে ধরেন। বক্তারা সকলকে আগামীদিনে সমাজসেবামূলক কাজে নিয়োজিত করার পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যের পাশাপাশি বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।