বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৭ জুলাই || ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তীকে কেন্দ্র করে জোলাইবাড়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই সেমিনারের শুভ সূচনা করেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি বিকাশ বৈদ্য। উদ্বোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সহ-সভাপতি শম্ভু মানিক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আশিষ দত্ত সহ অন্যান্যরা। এই সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের বিভিন্ন দিকগুলো নিয়ে সকলের সামনে কিছু বক্তব্য তুলে ধরেন।