বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৮ জুলাই || জোলাইবাড়ীতে নিম্নমানের রাস্তা তৈরীর ফলে দূর্ঘটনার স্বীকার মালবাহী ট্রাক। ঘটনার বিবরণে জানা যায়, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের উন্নয়ন প্রকল্পে জোলাইবাড়ী থেকে বিলোনিয়া জাতীয় সড়ক নির্মানের কাজ শুরু হয়। কিন্তু এই জাতীয় সড়ক নির্মানে নিম্নমানের কাজের অভিযোগ উঠে আসছে। জানা যায় ঠিকেদার এই রাস্তার তৈরীর ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। তার পাশাপাশি রাস্তায় মাটি বসানোর জন্য ভাইব্রেটার মেশিন ব্যবহার করা হয়নি। যার ফলে শুক্রবার জোলাইবাড়ী বাজারে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের চাকা মাটির ভেতরে চলে গিয়ে দূর্ঘটনার স্বীকার হয়। এই রাস্তা নির্মানের কাজ নিয়ে জোলাইবাড়ীর লোকজনেরা সংবাদমাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উবরে দেন। জোলাইবাড়ী বাজার সংলগ্ন এলাকায় রাস্তা নির্মানের সময় কোনো প্রকারের ড্রেইন নির্মান না করায় রাস্তার জল রাস্তার পাশ্ববর্তী এলাকার লোকজনের বাড়ীতে প্রবেশ করছে ও রাস্তার পাশ্ববর্তী মাটি ভেঙ্গে পরছে। এই রাস্তা নির্মানে দেখা যায় ছোট খাটো ব্রীজের পাশে সাইড ওয়াল না তুলে বাশের খুঁটি দিয়ে কোনোপ্রকারের কাজ সারাচ্ছেন ঠিকেদার। এলাকার লোকজনের অভিযোগ দীর্ঘ অনেকবছর পর জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্র বামেদের অপশাসন থেকে মুক্তি পেয়েছে তাই বাম সমর্থীত কর্মীরা এই কাজে হাত দিয়ে জোলাইবাড়ীর জনপ্রীয় মন্ত্রীকে কালিমালিপ্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। সকলে চাইছে গুনগতমান বজায় রেখে এই রাস্তাটি নির্মান করা হোক।