সাগর দেব, তেলিয়ামুড়া, ০৮ জুলাই || অবসরপ্রাপ্ত এক হোমগার্ড কর্মী জিবি হাসপাতালে চোখের চিকিৎসা করিয়ে এসে জিবি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলল। অবসরপ্রাপ্ত ওই হোম গার্ড কর্মীর নাম গৌতম দাস। বাড়ি তেলিয়ামুড়া পৌর পরিষদের ১১নং ওয়ার্ডের জয়নগর এলাকায়। তিনি অভিযোগ করে জানান, গত এপ্রিল মাসে তিনি ওনার ডান চোখের ছানি অপারেশন করানোর জন্য জিবি হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শ মত উনার ডান চোখের ছানি অপারেশন করার সময় চোখের পর্দা কেটে ফেলে। এমনটাই অভিযোগ গৌতম দাসের। পরবর্তী সময় গৌতম দাস হাপানিয়া হাসপাতালে গিয়ে বহিঃরাজ্যের জৈনক মহিলা চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হয়ে জানতে পারেন ওনার চোখের ছানি অপারেশনের করার সময় চোখের পর্দা কেটে দেওয়া হয়। এখন উনার ডান চোখের রেটিনা অপারেশন করানো ছাড়া আর কোন রাস্তা নেই। বহিঃরাজের মহিলা চিকিৎসক থেকে এমনটা জানতে পেরে গৌতম দাসের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। বর্তমানে গৌতম দাস অসুস্থ অবস্থায় তিনি নিজ বাড়িতে রয়েছেন। অপরদিকে গৌতম দাস অভিযোগ করে জানান, তিনি ডান চোখ দিয়ে বর্তমানে কিছুই দেখতে পারেন না। এ ব্যাপারে তিনি জিবি হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসকদের কসাইয়ের সঙ্গে তুলনা করে অভিযোগ করে বলেন, উনার এই বিশাল ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেন। তিনি প্রয়োজনে আদালতের দ্বারস্ত হবেন বলেও জানান। তিনি বলেন মাত্র ২,৫০০ টাকা পেনসন দিয়ে সংসার প্রতিপালন করাই দ্বায়, এর উপর বহিঃরাজ্যে চক্ষু অপারেশন করানো কোন ভাবেই উনার পক্ষে সম্ভব নয়। এমইতাবস্থায় উপায় অন্তর না পেয়ে প্রাথমিক ভাবে উনি সংবাদ মাদ্যমের দ্বারস্থ হয়ে রাজ্য সরকারের নিকট সাহায্যের আবেদন করেন।