বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৮ জুলাই || শান্তিরবাজার সাবডিভিশনাল ক্রিকেট এসোসিয়েশানের উদ্দ্যোগে বাইখোড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে মোট ৭টি দল অংশগ্রহন করে। শনিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ক্রিকেট টুর্নামেন্টের ফাইন্যাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট এসোসিয়েশানের সভাপতি অসিম মিত্র, সচিব সাধুঅং মগ, যুগ্ম সচিব সৌরজিত বিশ্বাস, কোষাধক্ষ নারায়ন শীল, বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং, বিশিষ্ট সমাজসেবী কেশব চৌঁধুরী সহ অন্যান্যরা।
এই ফাইন্যাল ম্যাচে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী তথা জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের মুক্তির কান্ডারী অজয় রিয়াং জানান, যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্তি দিতে খেলাধূলায় আগ্রহ বারাতে হবে। এতে করে যুবকদের শারিরিক বিকাশ ও মানসিক বিকাশ ঘটবে। যুবকদের খেলাধূলা করার জন্য জোলাইবাড়ী মন্ডল থেকে সর্বপ্রকারের সাহায্যের হাত বাড়িয়ে দেবার পতিশ্রুতি প্রদান করলেন অজয় রিয়াং। অজয় রিয়াং এর কাছ থেকে এমন ধরনের আশ্বাস পেয়ে খেলাধূলায় অংশগ্রহনের সকলের মনবল বৃদ্ধি পায়। অপরদিকে যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরী যুবসমাজকে নেশার কবল গ্রাস থেকে মুক্তি পেতে ও নেশামুক্ত ত্রিপুরা গঠনে খেলাধূলার গুরত্ব সম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরেন।শান্তিরবাজার সাবডিভিশনাল ক্রিকেট এসোসিয়েশানের উদ্দ্যোগে আয়োজিত খেলা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান বর্তমান সচিব সাধুঅং মগ। তিনি জানান, এই ফাইন্যাল ম্যাচে মুহুরিপুর জনকল্যান সমিতি বনাম বাইখোড়া কসমপলিটন ক্লাবের মধ্যে খেলা হয়। এই ফাইন্যাল ম্যাচকে কেন্দ্র করে বাইখোড়ার লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।