আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই || বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিট নাগাদ রামনগর গাঙ্গাইল রোড এলাকায় ইদ্রিস মিয়ার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই আগুনে বাড়ি সম্পূর্ণ বশীভূত হয়ে যায়। আহত হয় দুইজন। ঘটনার পর খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকলের তিনটি ইঞ্জিন এসে এবং এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ইদ্রিস মিয়া ও বাবুল মিয়া দু’জনে ১০,৩২৩ শিক্ষকের চাকরি করতো। চাকরি চলে যাওয়ার পর ফুটপাতে জুতার ব্যবসা করতো বলে জানা যায়। এই ব্যবসার মাধ্যমে ১৪ জনের রুজি রুটির ব্যবস্থা ছিল। এদিনের আগুনে সবকিছু পুড়ে যায়। বর্তমানে আগরতলার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর নিবাস দাস তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং উনি জানিয়েছেন সরকারি সাহায্য দেওয়া হবে।