আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই || বাংলাদেশ থেকে চোড়াই পথে ত্রিপুরায় ঢুকে আগরতলাস্থিত বাধারঘাট রেল স্টেশনে আটক হলেন ৮ জন বাংলাদেশী নাগরিক। জানা গেছে, তারা সবাই কাজের জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগরতলা হয়ে দিল্লী যাওয়ার জন্য আসেন। আগরতলায় বৃহস্পতিবার রেল পুলিশ তাদের ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে আটক করেন।