আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুলাই || ভারত বিকাশ পরিষদ, পূর্ব আগরতলা ব্রাঞ্চ এর উদ্যোগে ৬১’তম প্রতিষ্ঠা দিবস পালনের অঙ্গ হিসেবে রবিবার অটল বিহারী বাজপেয়ি ক্যান্সার হাসপাতালে শতাধিক রোগীদের মধ্যে ফলের জুসের প্যাকেট এবং পুষ্টিকর বিস্কুট বিতরণ করা হয়। আগরতলা পূর্ব ব্রাঞ্চ এর সহ-সভাপতি শিমুল সাহা প্রতি বছরের ন্যায় এবারও এই বিতরণের যাবতীয় আয়োজনের ব্যয় ভার বহন করেন। এদিনের এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদের রাষ্ট্রীয় এনভারমেন্ট প্রজেক্টের ভাইস প্রেসিডেন্ট ধীরেন্দ্র কলই, ভারত বিকাশ পরিষদ ত্রিপুরা প্রান্তের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন সভাপতি পার্থ ভট্টাচার্য, রিজিওনাল সেক্রেটারীদ্বয় যথাক্রমে জবা ভট্টাচার্য ও মঞ্জু দেব, প্রান্তের সাধারণ সম্পাদক নন্দন সরকার। এছাড়া আগরতলা পূর্ব ব্রাঞ্চের বিভিন্ন পদাধিকারীবৃন্দ এবং ত্রিপুরা প্রান্তের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদে অধিকারী বৃন্দ এই বিতরণে উপস্থিত ছিলেন।
এখানে উল্লেখযোগ্য যে, ১০ই জুলাই ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আগামী ১৬ইজুলাই আগরতলা শিববাড়িতে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী ১০ই জুলাই ভারত বিকাশ পরিষদের প্রান্তীয় কার্যালয় দুর্গা চৌমুহনী বপনিবিতনে বিকেল সাড়ে পাঁচটায় একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হবে।
ভারত বিকাশ পরিষদ সম্পর্ক, সহযোগ, সেবা, সংস্কার এবং সমর্পণ এই পাঁচটি বিন্দু নিয়ে সামাজিক কাজ করে থাকে। এটি একটি সামাজিক, সাংস্কৃতিক, বেসরকারী ও অরাজনৈতিক সংগঠন যা ভারত মাতা তথা রাষ্ট্রের উন্নতিকল্পে কাজ করে থাকে।