প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। আজ যে আমার জন্মদিন। আজ থেকে ঠিক দশ বছর আগে ১০ই জুলাই, ২০১৩ সালে যাত্রা শুরুর সেই মুহূর্তগুলো চোখের পাতায় ভেসে উঠছে। না ছিল গন্তব্যের ঠিকানা, না ছিল ভবিষ্যতের হিসেব। এই হিসেবের খাতা বগলদাবা করে তোমাদের অকৃপণ সাহায্যে দশ বছর পূর্ণ করে আমার পদার্পণ হলো ১১’তে।
সময়ের ঘূর্ণিপাকে কেমন করে দশটা বছর পেছনে ফেলে এসছি তাই ভাবছি। তোমরা কেউ ভিউয়ার, কেউ পাঠক আবার কেউ শুভানুধ্যায়ী। তোমাদের অকুণ্ঠ সমর্থন না থাকলে ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ এই জায়গায় পৌঁছুতে পারত না। বিশ্বাস করি ১১’র অগ্র যাত্রায় তোমাদের ভালোবাসায় ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ পৌঁছে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’র পাশে থেকো।