শুরু হলো সরকারি ভাবে ধান ক্রয়ের কাজ

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১২ জুলাই || রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সরকারি ভাবে ধান ক্রয় করে কৃষকদের আয় দ্বিগুন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। রাজ্য সরকারের এই উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক। তত্বাবধায়ক সুজিত কুমার দাস ও মহকুমা শাসকের কার্যালয়ের খাদ্য দপ্তরের যৌথ উদ্দ্যোগে মঙ্গলবার থেকে বেতাগা বাজারে শুরু করা হয় সরকারি ভাবে ধান ক্রয়ের কাজ। মঙ্গলবার সরকারি বন্ধ থাকা সত্বেও কৃষকদের জন্য কাজ করে যায় কৃষি দপ্তর ও খাদ্য দপ্তর। এদিন ছুটির দিনে কৃষকরা যাতে করে উনাদের কষ্টে উৎপাদিত ধানগুলি বিক্রির ক্ষেত্রে কোনোপ্রকার সমস্যার সন্মুখিন হতে না হয় তার জন্য ধান বিক্রি কেন্দ্রে ছুটে যান বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস, মহকুমা শাসকের কার্যালয়ের খাদ্য দপ্তরের আধিকারিক মলয় চৌধুরী, খাদ্য দপ্তরের কর্মী শিবশঙ্কর মজুমদার সহ অন্যান্যরা। উনাদের প্রচেষ্টায় কৃষকরা উনাদের উৎপাদিত ধান সঠিকভাবে বিক্রি করতে পেরেছেন। এই ধান বিক্রি নিয়ে বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস জানান, এই বছর খোলাবাজারে ধানের মুল্য বৃদ্ধি পাওয়াতে কৃষকরা কম পরিমানে সরকারিভাবে ধান বিক্রি করতে আসে। তাই এইবছর ধান ক্রয়ের সংখ্যা কিছুটা কম হবার আশঙ্কা রয়েছে। তিনি জানান, আগামী ২০ তারিখ পর্যন্ত ধান ক্রয়ের পক্রিয়া চলবে। এই কেন্দ্র থেকে ১৫০০ এমটি ধান ক্রয়ের টার্গেট থাকলেও এখানে ৭০০ থেকে ১০০০ এমটি ধান ক্রয়ের আশা রাখছেন কৃষি দপ্তর।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*