বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১২ জুলাই || বিজেপি’র জনজাতি মোর্চার উদ্দ্যোগে দেবদারু বাজারে এক ধিক্কার মিছিল সংগঠীত হয়।
গত ৭ই জুলাই পবিত্র বিধানসভায় যে অশ্বালীন আচরন করেছে বিরোধী বিধায়কগণ, তারই প্রতিবাদে দেবদারু বাজারে বিজেপি’র জনজাতি মোর্চার উদ্দ্যোগে এক ধিক্কার মিছিল সংগঠীত করা হয়। এই ধীক্কার মিছিলে বিজেপি কর্মীসমর্থকদের পাশাপাশি আই পি এফ টি কর্মী সমর্থকরাও অংশগ্রহণ করে। জনজাতি মোর্চার উদ্দ্যোগে আয়োজিত এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সকলের জনপ্রীর বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের মুক্তির কান্ডারী তথা বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং, যুবকদের আইকন যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌধুরী, বিজেপি’র দক্ষিন জেলার সহ সভাপতি চাথই মগ, বিজেপি’র দক্ষিন জেলার যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক, জনজাতি মোর্চার মন্ডল সভাপতি সমঞ্জয় ত্রিপুরা, আই পি এফ টি’র কেন্দ্রীয় কমিটির সদস্য জিতিরাম ত্রিপুরা সহ বিজেপি ও আই পি এফ টি’র অন্যান্য নেতৃত্ববৃন্দরা।
এই ধিক্কার মিছিল শেষে সকলে বাজার সভায় মিলিত হন। বাজার সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া রাজ্য সরকারের জনকল্যানমুখী বাজাটের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান ও পবিত্র বিধানসভায় বিরোধী বিধায়কদের আচরনের তিব্র ধিক্কার জানান। জনজাতি মোর্চার উদ্দ্যোগে আয়োজিত আজকের এই মিছিলে ও বাজার সভায় বিজেপি ও আই পি এফ টি কর্মী সমর্থকরা ব্যাপক হারে অংশগ্রহণ করে।
