আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই || সারা ভারত কৃষকসভার ত্রিপুরা রাজ্য কমিটি, ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ ও ত্রিপুরা ক্ষেত মজদুর ইউনিয়ন এই তিন সংগঠন বুধবার বিধানসভা অভিযান করে। এদিন সকালে কৃষক, জুমিয়া ও ক্ষেত মজুরদের ব্যাপক জমায়েত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে। এরপর শুরু হয় মিছিল। এই মিছিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে ওরিয়েন্ট চৌমূহনী, আর এম এস চৌমূহনী, বিদূরকর্তা চৌমূহনী, কর্নেল চৌমূহনী থেকে উত্তর গেট হয়ে যায়। বিধানসভা অধিবেশন চলাকালিন পুলিশ প্রশাসন মিছিলকে আস্তাবলের সামনে আটকে দেয়। এরপর আস্তাবলের সামনে আয়োজিত সভায় ভাষণ রাখলেন বিধায়ক জিতেন চৌধুরী, পবিত্র কর, রাধা চরণ দেববর্মা সহ অন্যান্যরা।
