আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই || মঙ্গলবার রাতে রাজধানীর উজান অভয়নগরস্থিত নজরুল স্মৃতি বিদ্যালয়ের সামনে থেকে ৭ জন ড্রাগ সেবনকারী তথা প্যাডেলারকে গ্রেফতার করে এনসিসি থানার পুলিশ। জানা যায়, গোপন সূত্রের খবরে পুলিশ জানতে পারে ঐ এলাকায় ট্রাক্স আদান প্রদান করা হবে বিক্রির উদ্দেশ্যে। সে সময়ে উৎপাতে থাকে পুলিশ তাদেরকে পাকড়াও করে। তাদের কাছ থেকে নম্বর বিহীন একটি অটো গাড়ি সহ ক্যাশ ৩ হাজার টাকার পাশাপাশি আনুমানিক আড়াই লক্ষ টাকার ব্রাউন সুগার ও তিনটি মোবাইল আটক করে পুলিশ। বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয় বলে জানান এন সি সি থানার ওসি সুশান্ত দেব।