আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই || গোপন খবরের ভিত্তিতে বুধবার আগরতলা পূর্ব থানার পুলিশ পাঁচজন কুখ্যাত চোরকে আটক করে। তাদের কাছ থেকে দুইটি বাইক সহ প্রচুর পরিমাণে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ।
The one & only exceptional Bengali Version online news & infotainment portal in Tripura.