আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই || এসএসসি জিডি ২০২২-২৩ এ ত্রিপুরার জন্য ৭০০টি পোস্ট বের হয়েছে। এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি যেখানে শূন্যপদগুলিকে রাজ্য অনুযায়ী ভাগ করা হয় এবং এই নিয়োগে PRTC বাধ্যতামূলক। অভিযোগ অন্যান্য রাজ্যের বিপুল সংখ্যক প্রার্থী অর্থের মাধ্যমে ত্রিপুরার পিআরটিসি বানিয়ে এসএসসি জিডি ২০২২-২৩ সালের পরীক্ষার জন্য দরখাস্ত জমা দিয়েছে। আগামী ১৭ই জুলাই থেকে শুরু হবে মেডিকেল পরীক্ষা। যারা এরকম অবৈধ পিআরটিসি সহ দরখাস্ত জমা দিয়েছে তাদেরগুলি বাতিল করা সহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে বৃহস্পতিবার ছাত্রনেতা সম্রাট রায় সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে।