জুমের অন্যান্য ফসল গুলির ন্যায় পাহাড়ের টিলাভুমিতে তিল চাষ করলো গিরিবাসীরা

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৩ জুলাই || জুমের অন্যান্য ফসল গুলির ন্যায় তিল চাষ করল গিরিবাসীরা। পাহাড়ের টিলাভুমিতে ভুমিপুত্র বা গিরিবাসীরা চাষ করে এই তিল। তিল শষ্যের বাজারে যথেষ্ট চাহিদাও রয়েছে। কিন্তু এই তিল শষ্য বাজার জাত করে সঠিক মূল্য পাননা বলে জানান চাষিরা। অন্যান্য বছরের ন্যায় এবছরও   জুমিয়া পরিবার তিল চাষ করে মুংগিয়াকামি ব্লকের অধীন রংগিয়াটিলা, আঠারোমুড়ার বুদ্ধিরাম,
হাজরাপাড়ার জনজাতি গিরিবাসীরা এই উপজাতি বসতি এলাকাটিতে। সাধারনত জুম চাষ করেই জীবন জীবিকা নির্বাহ করেন। যদিও রেগার কাজ ও রেশন সামগ্রী পান। তিল চাষে জনজাতিদের দাবি সরকারি ভাবে জুম চাষের কৃষিজ ফসলের বীজ পাওয়ার জন্য। অন্যান্য বছরের ন্যায় এবছরও জুমে তিল চাষ করে। চাষ করা তিল এখন পরিপক্ক হয়ে ঘরে তোলার আরও কয়েকটা মাস বাকি রয়েছে।
এর মাঝে সংসার প্রতিপালনের জন্য চাপা কলার গাছও রোপণ করেছেন জনৈক জুমিয়া। তিনি জানান স্ব-উদ্যোগে এই চাপা কলা গাছ লাগিয়ে ছিলেন। বাজারে বিক্রি করে কিছু উপার্জন করছেন বলেও তিনি জানান। অভাবের সংসারে এই কলা বিক্রি করে আর্থিক ভাবে কিছুটা সহযোগী হয়।  অন্যদিকে তিল চাষের সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান এই তিল বাজারে বিক্রি করে সঠিক মুুুল্য  পায়না চাষিরা। বরাবরের মতই আর্থিক ক্ষতির সম্মুখিন হওয়ার চিন্তায় রয়েছেন এই জনজাতি তিল চাষিদের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*