বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৩ জুলাই || রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুন করতে। রাজ্য সরকারের উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে কাজ করে যাচ্ছে জোলাইবাড়ি কৃষি দপ্তর। জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাসের উদ্দ্যোগে সাবসিডির মাধ্যমে কৃষকদের হাতে উন্নত মানের কৃষিজ সামগ্রী তুলে দেওয়া হয়। জোলাইবাড়ির একটি ফার্মাস ক্লাবের মাধ্যমে এই কৃষিজ সামগ্রী গুলি তুলে দেওয়া হয়। কৃষিজ সামগ্রী বিরতণের পূর্বে কৃষকদের নিয়ে ও এলাকার লোকজনদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিগত দিনে কৃষকরা শুধুমাত্র কেমকো কোম্পানির কৃষিজ সামগ্রী ব্যাবহার করতেন। বর্তমান সময়ে কৃষকদের আয় দ্বিগুন করার লক্ষ্যে কম অর্থ ব্যায় করে বেশি উপার্জনের জন্য গ্রেইভ অনুমোদিত কৃষিজ মেশিন নিয়ে আসা হয়। এই মেশিনগুলো নিয়ে কৃষকদের মনে যা প্রশ্ন ছিলো সেগুলি বুঝিয়ে দেওয়া হয়। গ্রেইভসের অনুমোদিত মেশিন গুলি কেমকো থেকে কম টাকায় ক্রয় করা যাবে এবং ভালো পরিষেবা পাবে কৃষকরা। কৃষকদের মেশিন নষ্ট হয়ে গেলে মাঠে গিয়ে মেশিন ঠিক করে দেওয়া হবে যা বিগত দিনে কৃষকরা এমন পরিষেবা পায়নি। দুই বছর পর্যন্ত ফ্রি সার্ভিসিং পেয়ে যাবে কৃষকরা। আরো বিভিন্ন প্রকারের পরিষেবা পাওয়া যাবে এই মেশিন গুলিতে। এইসকল পরিষেবার কথা জানতে পেরে কৃষকদের মধ্যে অনেক আগ্রহ বেরে যায়। এক কৃষক এই কৃষিজ সামগ্রী ব্যবহার করে নিজ অভিজ্ঞতা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন। জোলাইবাড়ির কৃষকরা তত্বাবধায়ক শ্রীদাম দাসকে এই ধরেনর সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন। এই প্রকল্পের সাবসিডির মাধ্যমে ১০ লক্ষ্য টাকার কৃষিজ সামগ্রী বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি কৃষি দপ্তেরর তত্বাবধায়ক শ্রীদাম দাস সহ ফার্মাস ক্লাবের সদস্যরা। এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান জোলাইবাড়ী কৃষিদপ্তরের তত্বাবধায়ক।