বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৪ জুলাই || রাজ্য সরকার জনকল্যাণমুখী বাজেট পেশ করায় ও দক্ষিণ হিচাছড়া এডিসি ভিলেজে ১৭৬ পরিবারের লোকজনকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদান করায় রাজ্য সকারকে ধন্যবাদ জানিয়ে যুব মোর্চার উদ্দ্যোগে শুক্রবার ধন্যবাদ র্যালী সংগঠিত করা হয়েছে। এই র্যালী শেষে সকলে একটি আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচীগুলি সম্পর্কে কিছু বক্তব্য জনসন্মুখে তুলে ধরেন। তার পাশাপাশি জনকল্যানমুখী বাজেটের জন্য ত্রিপুরার জনপ্রীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। এই র্যালী ও আলোচনাসভায় বিজেপি কর্মীসমর্থকদের পাশাপাশি আই পি এফ টি কর্মী সমর্থকরাও অংশগ্রহন করেন। যুব মোর্চার উদ্দ্যোগে আয়োজিত এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপি’র দক্ষিন জেলার সম্পাদক বিকাশ বৈদ্য, যুব মোর্চার দক্ষিণ জেলার সম্পাদক গকুল মোহন ত্রিপুরা, শক্তি কেন্দ্রের ইনচার্জ সুরেন্দ্র ত্রিপুরা সহ অন্যান্যরা।