বিধানসভা অধিবেশনে বিরোধীদের ন্যাক্কার জনক ভূমিকার প্রতিবাদে খোয়াইয়ে ধিক্কার মিছিল বিজেপি’র

গোপাল সিং, খোয়াই, ১৪ জুলাই || ত্রিপুরা বিধানসভার ২০২৩-২৪ বর্ষ অধিবেশনের প্রথম দিনে বিধানসভা ভবনে বিরোধী দলের সদস্যদের দ্বারা যে অশালীন আচরণ সংঘটিত হয় তাতে করে পবিত্র বিধানসভার মর্যাদা নষ্ট হয়ে থাকে। তারই প্রতিবাদে শুক্রবার গোটা রাজ্যের সাথে বিজেপি খোয়াই মন্ডল কমিটির উদ্যোগে এক সুবিশাল ধিক্কার মিছিল সংগঠিত হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস প্রমুখ। প্রতিবাদ মিছিল গোটা খোয়াই শহর পরিক্রমা করে।
২০২৩-২৪ অর্থ বর্ষের বাজেট অধিবেশন সমাপ্তি হয় মুখ্যমন্ত্রীর আলোচনার মাধ্যমে এবং অনির্দিষ্টকালের জন্য সভা মুলতবি করা হয়েছে। মুখ্যমন্ত্রী বাজেটের সমর্থনে প্রায় এক ঘন্টা আলোচনা রাখেন এবং দুঃখ প্রকাশ করে বলেন সর্বব্যাপী সর্বস্পর্শী বাজেট রাজ্য সরকার পবিত্র বিধানসভায় পেশ করেছে কিন্তু জনাকয়েক বিরোধী দলের বিধায়কদের গণতন্ত্র বিরোধী নেক্কারজনক আচরণের কারণে এই বাজেট অধিবেশনে বিধানসভার পবিত্রতা ভঙ্গ করেছে। এটা অত্যন্ত দুঃখজনক আমরা জানি গণতন্ত্রে সবাইকে নিয়ে চলতে হবে। রাজ্যের মানুষের স্বার্থে চলতি অর্থবছরের বাজেট অধিবেশনে বিরোধীদের কোন গঠনমূলক ভূমিকা আমরা লক্ষ্য করিনি। এই বাজেট এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের বাজেট ছিল। এই বাজেটের মধ্য দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গৃহীত হয়েছে। এক্ষেত্রে বিরোধী দলের আচরণে আমি মর্মাহত। এই বাজেটকে নিয়ে ভারতীয় জনতা পার্টি রাজ্যের সবকয়টি জেলা সদরে জেলা ভিত্তিক ধন্যবাদ মিছিল সংগঠিত করেছে এবং সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে।
শুক্রবার একযোগে গোটা রাজ্যে প্রদেশ বিজেপি’র নির্দেশে মন্ডল ভিত্তিক ধিক্কার মিছিল করা হয়। পবিত্র বিধানসভায় বাজেট চলাকালীন সময়ে কয়েকজন বিধায়ক যে অগণতান্ত্রিক অসাংবিধানিক ভাষা প্রয়োগ, অশালীন আচরণ সহ ন্যাক্কার জনক ভূমিকার প্রতিবাদে এদিন খোয়াই মন্ডলেও ধিক্কার মিছিল সংঘটিত হয়।
খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, অনিমেষ নাগ, সাগর দেব, মাধব চক্রবর্তী, তাপস দাস সহ পৌরসভার চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মাও এই ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*