আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই || রাজধানীর ছাত্রবন্ধু ক্লাবের ৬৮’তম শারদীয় উৎসবকে সামনে রেখে খুঁটি পুজো করা হয়। এদিন সকালে রাজধানীর নেতাজি চৌমুহনিস্থিত সখীচরণ স্কুলে হয় অনুষ্ঠানটি। ছাত্রবন্ধু ক্লাবের এই খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্য সদস্যরা সহ এলাকার সাধারণ জনগণ।