স্যান্ডউইচ দিতে দেরি করায় বিমানে সেবিকাকে সটান ঘুষি এক যাত্রীর

bmnআন্তর্জাতিক ডেস্ক ।। হঠাৎ একি কাণ্ড ঘটে গেল বিমানে। স্যান্ডউইচ দিতে দেরি করায় সেবিকাকে সটান ঘুষি মেরে বসলেন ক্ষুধার্ত এক যাত্রী। বিমানযাত্রীর ঘুষি খেয়ে যন্ত্রণার চোটে অজ্ঞান হয়ে পড়েন তিনি৷ এ ঘটনা ঘটে যাওয়ায় হতচকিয়ে গেলেন বিমানযাত্রীরা৷
জানা গেছে, প্রায় ১৮০ জনকে নিয়ে সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্রিস্টোনিয়ার রাজধানী কসোভা যাচ্ছিল বিমানটি৷ এ ঘটনার জেরে রাস্তা ঘুরিয়ে বিমানটিকে রোমে অবতরণ করানো হয়৷
রোমের আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই ওই যাত্রীকে গ্রেফতার করা হয়৷ পুলিশের কাছে তিনি জানিয়েছেন, আমি পর্যন্ত ক্ষুধার্ত ছিলাম৷ প্রায় এক ঘণ্টা হয়ে গেলেও আমায় স্যান্ডউইচ দেয়া হয়নি৷
বিমানযাত্রী জানান, ইচ্ছাকৃতভাবে আমি আঘাত করিনি৷ আমার মাথা গরম হয়ে গিয়েছিল। তাই আমি আঘাত করে বসি৷
এদিকে ওই বিমান সেবিকা জানিয়েছেন, একটি স্যান্ডউইচের জন্য যে কেউ হিংস্র হয়ে উঠতে পারে তা আমি জানতাম না৷ এ ঘটনায় আমি পুরোপুরি হতবাক৷

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*