আন্তর্জাতিক ডেস্ক ।। হঠাৎ একি কাণ্ড ঘটে গেল বিমানে। স্যান্ডউইচ দিতে দেরি করায় সেবিকাকে সটান ঘুষি মেরে বসলেন ক্ষুধার্ত এক যাত্রী। বিমানযাত্রীর ঘুষি খেয়ে যন্ত্রণার চোটে অজ্ঞান হয়ে পড়েন তিনি৷ এ ঘটনা ঘটে যাওয়ায় হতচকিয়ে গেলেন বিমানযাত্রীরা৷
জানা গেছে, প্রায় ১৮০ জনকে নিয়ে সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্রিস্টোনিয়ার রাজধানী কসোভা যাচ্ছিল বিমানটি৷ এ ঘটনার জেরে রাস্তা ঘুরিয়ে বিমানটিকে রোমে অবতরণ করানো হয়৷
রোমের আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই ওই যাত্রীকে গ্রেফতার করা হয়৷ পুলিশের কাছে তিনি জানিয়েছেন, আমি পর্যন্ত ক্ষুধার্ত ছিলাম৷ প্রায় এক ঘণ্টা হয়ে গেলেও আমায় স্যান্ডউইচ দেয়া হয়নি৷
বিমানযাত্রী জানান, ইচ্ছাকৃতভাবে আমি আঘাত করিনি৷ আমার মাথা গরম হয়ে গিয়েছিল। তাই আমি আঘাত করে বসি৷
এদিকে ওই বিমান সেবিকা জানিয়েছেন, একটি স্যান্ডউইচের জন্য যে কেউ হিংস্র হয়ে উঠতে পারে তা আমি জানতাম না৷ এ ঘটনায় আমি পুরোপুরি হতবাক৷