আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই || তিপ্রা মথার চেয়ারম্যান পদ ছেড়েছেন প্রদ্যোত কিশোর দেব বর্মণ, তবে তিপ্রা মথা দল ছাড়ছেন না তিনি। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেব বর্মণ।
এদিন তিনি বলেন, ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। আগামী বুধবার ওই মামলায় শুনানির সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ভিলেজ কাউন্সিল নির্বাচন না করার জবাব আদালতকে দিতে হবে রাজ্য সরকারের।