আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই || সোমবার রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেব বর্মণ রাজবাড়ীতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এদিন তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সেসময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আঙ্গুল উঁচিয়ে কটু মন্তব্য করেন তিনি। এরপরই গোটা রাজ্যে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। সাংবাদিক সম্মেলনে সাংবাদিকের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য কিছুতেই মেনে নেওয়া যায় না বলে সরব হয় সাংবাদিকদের সংগঠন। সাংবাদিককে কটু মন্তব্যের অর্থই হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আঘাত করা। সোমবার তিপ্রা মথা দলের শীর্ষস্থানীয় নেতা প্রদ্যোত কিশোর দেববর্মণ আহুত এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নোত্তরে আগরতলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক প্রণব শীলের উদ্দেশ্যে তিনি যে আপত্তিকর মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও ধিক্কার জানায় আগরতলা প্রেস ক্লাব। সাংবাদিকদের ডেকে নিয়ে তিপ্রা মথা দলের শীর্ষ নেতৃত্বের এধরণের মন্তব্য অনভিপ্রেত। ভবিষ্যতে এধরণের মন্তব্য থেকে বিরত থাকার পাশাপাশি সদ্য অনাকাঙ্ক্ষিত মন্তব্য প্রত্যাহারের দাবি জানায় আগরতলা প্রেস ক্লাব।
পাশাপাশি এদিন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেব বর্মণের আক্রমনের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন প্রকাশ করে তীব্র নিন্দা জানান ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব,
ত্রিপুরা ইলেক্ট্রনিক্স মিডিয়া সোসাইটি সহ অন্যান্য সাংবাদিকদের সংগঠন।