প্রাক প্রাথমিক স্তরের কচিকাঁচাদের শিক্ষাদানের বিষয়ের উপর শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই || প্রাক প্রাথমিক স্তরের কচিকাঁচাদের শিক্ষাদানের বিষয়ের উপর মঙ্গলবার থেকে শিক্ষকদের নিয়ে ৫ দিনের একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। প্রাথমিক শিক্ষা অধিকর্তার অধীন প্রি প্রাইমারী সেল এই কর্মসূচির আয়োজন করেছে। রাজধানীর কুঞ্জবনস্থিত এসসিইআরটি কার্যালয়ে পাঁচ দিনের এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এদিন এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সংশ্লিষ্ট আধিকারিকের অধিকর্তা সরবিন্দু চৌধুরী। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, দেশের নতুন শিক্ষানীতি অনুসারে রাজ্যেও বিভিন্ন বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শাখা চালু করা হয়েছে। এই প্রি প্রাইমারি শাখার কচিকাঁচাদের পঠন-পাঠনে নতুন ভাবনা সংযোজন করা হয়েছে। এই বিষয়েই ৫ দিনের এই প্রশিক্ষণ কর্মসূচি। তিনি বলেন, এই কর্মসূচিতে ৬৫ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*