হোয়াইট হাউস থেকে মাটির ঘরে যাচ্ছেন ওবামা

obmআন্তর্জাতিক ডেস্ক ।। এ বছরেই নিজ দেশে বাবার বাড়িতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যে ঘরটি সেই সময় ছিল মাটি দিয়ে তৈরি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম তিনি বাবার জন্মভূমি কেনিয়ায় যাচ্ছেন।
আগামী জুলাইয়ে ওবামার কেনিয়া সফরের কথা রয়েছে। গত সোমবার এ ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস।
গত মঙ্গলবার প্রকাশিত এক খবরে জানানো হয়েছে, কেনিয়াবাসীর বহুল প্রতীক্ষিত আয়োজিত এক সম্মেলনে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়া দেশটির বিতর্কিত প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
উহুরু কেনিয়াত্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার তদন্ত চলছে।
২০০৭-০৮ সালে কেনিয়ায় নির্বাচন পরবর্তী সময়ে যে সহিংসতা চলে তাতে এক হাজার ২০০ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় কেনিয়াত্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
কৌঁসুলিরা অভিযোগ করেছেন, তদন্তকাজে কেনিয়া সরকারের কাছ থেকে তারা কোনো সহযোগিতা পাননি। এমনকী সাক্ষীদের ঘুষ ও ভয়ভীতি দেখানোর অভিযোগও আনা হয়েছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন সফরে কেনিয়াত্তার সঙ্গে বৈঠক করবেন ওবামা। ওবামার এ সফর কেনিয়া সরকার ও সুশীল সমাজের সঙ্গে এ ইস্যুতে সংলাপের আরেকটি সুযোগ তৈরি করবে।
ওবামার সফরে কেনিয়া ও আফ্রিকার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো জোরদার হবে বলে মনে করছে হোয়াইট হাউস। ওবামার প্রয়াত বাবা বারাক হোসেন ওবামা সিনিয়রের বাড়ি কেনিয়ার ভিক্টোরিয়ার হ্রদের তীরে ছোট্ট একটি গ্রামে। যুক্তরাষ্ট্রের হাওয়াইতে পড়াশোনা করার সময় ওবামার মা অ্যান ডানহ্যামের সঙ্গে তার পরিচয় হয়।

বারাক ওবামার স্বপ্ন :-

ছোটবেলা থেকে নিজের লক্ষ্য ছিল প্রেসিডেন্ট হওয়ার। বারাক ওবামার ডাক নাম ‘ব্যারি’। ওবামা যখন স্কুলে পড়েন তখন তাকে জীবনের লক্ষ্য নিয়ে একটি রচনা লিখতে বলা হয়। সেই রচনাতে তিনি লিখেন, বড় হয়ে তিনি প্রেসিডেন্ট হতে চান। সেদিনের শিক্ষিকা ক্যাটরিনা সিনাগার আজও মনে আছে সেই দিনের কথা।

ওবামার বাবা-মায়ের পরিচয় :-

হাওয়াই দ্বীপপুঞ্জ যেটি প্রশান্ত মহাসাগরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এটি আমেরিকার একটি অঙ্গরাজ্য এবং এর রাজধানী হনলুলু। ওবামার বাবার বসবাস ছিল কেনিয়ার একটি অজপাড়া গ্রামে। গ্রামের ওই বাড়িটি ছিল মাটির।। সেই ঘরেই একসময় রাত কেটেছে ওবামার।।
সেখান থেকে ওবামার বাবা পড়ালেখা করতে আসেন ‘হনলুলু বিশ্ববিদ্যালয়ে’। অপরদিকে আমেরিকার কানসাস থেকে জীবিকার সন্ধানে শ্বেতাঙ্গ ‘ড্যানহাম’ পরিবার আসে হনলুলুতে। এ পরিবারেই ‘স্ট্যান অ্যান ড্যানহাম’ নামে একটি মেয়ে ছিল।
বিশ্ববিদ্যালয়ে ঘটনাচক্রে সিনিয়র ওবামার সাথে পরিচয় হয় স্ট্যান অ্যান ড্যানহামের। এ পরিচয় একসময় প্রেমে রূপান্তরিত হয়। তারা দুজন সিদ্ধান্ত নেন বিয়ে করার। কিন্তু সেসময় হনলুলু রাজ্যে কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গ বিয়ে অবৈধ ছিল।
আমেরিকার আরো অনেক রাজ্যে এরকমটি ছিল। কিন্তু রাজ্যের নিষেধ তাদের ভালোবাসায় বাধা হয়ে দাড়াতে পারেনি। সব বাধা-বিপত্তি উপেক্ষা করে তারা দুজন বিয়ে করেন।
৪ আগস্ট, ১৯৬১ সাল। সিনিয়র বারাক ওবামা ও স্ট্যান অ্যান ড্যানহামের ঘর আলোকিত করে পৃথিবীতে জুনিয়র বারাক ওবামা। জন্মের সময় বাবা-মা শখ করে ছেলের নাম রাখেন বারাক হুসেন ওবামা। বারাক শব্দের অর্থ আশীর্বাদপ্রাপ্ত। আর ডাক নাম ছিল ‘ব্যারি’।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*