সাগর দেব, তেলিয়ামুড়া, ১৯ জুলাই || খোয়াই জেলা জনজাতি মোর্চার এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার তেলিয়ামুড়া চাকমাঘাট কমিউনিটি হল ঘরে। এই জেলা সাংগঠনিক সভাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতি ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা তথা প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়া, এম ডি সি বিদ্যুৎ দেববর্মা, বিজেপি খোয়াই জেলা সম্পাদক বিজন কর, কৃষ্ণপুর বিজেপি মন্ডল সভাপতি তপন নম দাস, পাতাল কন্যা জমাতিয়া সহ অন্যান্যরা। এদিনের এই সভায় খোয়াই জেলার বিভিন্ন প্রান্ত থেকে জনজাতি মোর্চার সদস্য সদস্যা, নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা তিপ্রা মথা দলকে একহাত নেন। তিনি বলেন, আগামীদিনে বিজেপি দলকে কিভাবে আরও বেশি শক্তিশালী করা যায়, সে ক্ষেত্রে জনজাতি অংশের মানুষকে আরও বেশি করে যোগদান করানো যায়, সেই উদ্যেশ্যেই এই সভা। তিনি আরও বলেন, একমাত্র দল বিজেপি যে নাকি মানুষের জন্য কাজ করে। বাকি অন্যরা কেবল আন্দোলন নিয়েই ব্যস্ত থাকে।
