লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক অবস্থান নিয়ে পর্যালোচনা বৈঠক

গোপাল সিং, খোয়াই, ১৯ জুলাই || মহিলা মোর্চা খোয়াই জেলা কমিটির বর্তমান সাংগঠনিক অবস্থান এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে সভানেত্রী অপর্ণা সিংহ রায়ের সভাপতিত্বে এক বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেববর্মা, বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, মহিলা মোর্চা রাজ্য কমিটির সহ-সভানেত্রী মানষী ঘোষ, জেলা প্রভারী রত্না দেবনাথ সহ জেলার অন্যান্য নেতৃত্ব। জেলার অন্তর্গত মন্ডলের  সভানেত্রী, সাধারণ সম্পাদিকা ও বিজেপি খোয়াই জেলার মহিলা মোর্চার পূর্ণাঙ্গ কমিটিকে এই বৈঠকে আহবান করা হয়। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিজেপির সকল স্তরেই এখন সাংগঠনিক অবস্থান নিয়ে পর্যালোচনা চলছে। আজকের এই রিভিউ বৈঠকে প্রদেশ সভা নেত্রী খোয়াই জেলার মহিলা মোর্চার সাংগঠনিক অবস্থান সম্পর্কে পর্যালোচনা করেন এবং আগামী দিনে সংগঠনকে আরো মজবুত করার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন। প্রত্যেকটি মন্ডলকে নিয়ে আলাদা আলাদা ভাবে ও পর্যালোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*