ধান চাষের সময় কৃষকদের সল্প ব্যায়ে অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে উন্নতমানের ট্রাকটার দিয়ে ডেমোষ্ট্রেশন করান তত্বাবধায়ক

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৯ জুলাই || রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে। রাজ্য সরকারের উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে কাজ করে যাচ্ছে জোলাইবাড়ি কৃষি দপ্তর।  জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাসের অক্লান্ত প্রচেষ্টায় কৃষকরা কৃষিকাজে সাফল্য অর্জন করছে। বর্তমানে ধান চাষের সময় কৃষকদের সল্প ব্যায়ে অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে উন্নতমানের ট্রাকটার দিয়ে ডেমোষ্ট্রেশন করা হয়। এই ট্রাকটার দিয়ে অল্প সময়ে বেশি পরিমানে কৃষিজ জমি চাষ করা যায়। অপরদিকে ট্রাকটারটি ব্যবহার করে কৃষকরা নিজেদের উৎপাদিত কৃষিজ ফসল জমি থেকে বাড়িতে নিয়ে যেতে পারবে। এই উন্নতমানের ট্রাকটার দিয়ে কিভাবে কাঁদা জমিতে চাষ করা যায় এবং জমিচাষে কতটুকু সময় লাগে তা নিয়ে ডেমোষ্ট্রেশন করানো হয়। কৃষি দপ্তরের তত্বাবধায়ক এই ধরনের মেশিনের সাথে কৃষকদের পরিচিতি করানোর ফলে সকলে তত্বাবধায়ক শ্রীদাম দাসকে ধন্যবাদ জানিয়েছেন। মঙ্গলবার এই ডেমোষ্ট্রেশনকে কেন্দ্র করে এলাকার কৃষকদের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*