আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় মহিলা প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন ইনস্টিটিউট (দিব্যাঙ্গজন), নরসিংগড়ে একটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন৷ এই প্রশিক্ষণ শিবিরে ২০ জন দিব্যাঙ্গজন ছাত্র ছাত্রীদের ৩ মাস ব্যাপী বাঁশ ও বেতের বিভিন্ন সামগ্রী সহ অন্যান্য জিনিস তৈরির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে। বুধবার এই শিবিরে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা মার্কফেডের চেয়ারম্যান কৃষ্ণধন দাস, বামুটিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শীলা দাস সেন সহ অন্যান্যরা।