আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || নেতাজি সুভাষ বিদ্যানিকেতন বিগত অনেক দিনের সমস্যায় ভুগছেন স্কুল কর্তৃপক্ষ সহ স্কুলের ছাত্রছাত্রীরা। বুধবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের পরিচালন কমিটি পরিদর্শন করেন মিড ডে মিল এবং বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ কিভাবে করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে। ছাত্র-ছাত্রীদের জন্য যে মিড ডে মিল রান্নাঘর, ডাইনিং রুম এবং স্কুলের পিছনের দিকে কিছু জায়গা বেদখল করে আছে, সেই জায়গাটি পুনরুদ্ধার করে বাউন্ডারি ব্যবস্থাপনা করা সহ বিভিন্ন বিষয় নিয়ে পরিদর্শন করেন তিনি। পাশাপাশি বিদ্যালয়ের সীমানার ভেতর অনেকগুলা বাড়ি ঘরের কাঁচা ড্রেনের মধ্য দিয়ে নোংরা জল ফেলছেন সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার।
এদিন পরিদর্শনকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর শ্রীমতি রত্না দত্ত, তথ্য সাংস্কৃত দপ্তরের ভাইস চেয়ারপার্সন সুব্রত চক্রবর্তী, আগরতলা পুর নিগমের বিভিন্ন আধিকারিক, স্কুলের শিক্ষক শিক্ষিকা, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা, নারায়ন দত্ত সহ বিশিষ্ট জনেরা।