বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২০ জুলাই || জোলাইবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনার বিবরণে জানা যায়, উত্তর কাকুলিয়ার বাসিন্দা তনু দে (১৯) পেশায় রাজমিস্ত্রী। তনু দে বৃহস্পতিবার বাতানবাড়ি এলাকায় কেশব পালের বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর মুখে ঢলে পরে। পরবর্তী সময় পরিবারের লোকজন তনু দে’কে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তনু দে’কে মৃত বলে ঘোষনা করে। পরবর্তী সময় সমস্ত আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। তনু দে’র অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।