বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২০ জুলাই || টাকা ছিনতাই করার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলো স্থানীয়রা। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার শান্তিরবাজার স্টেট ব্যাঙ্ক থেকে পশ্চিম কালাছড়ার বাসিন্দা খোকন দেবনাথ ১০ হাজার টাকা উঠানোর পর এক যুবক খোকন দেবনাথের হাত থেকে টাকার বেগ নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময় স্থানীয়রা ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাইকারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় দিনের বেলায় এইধরনের ছিনতাই করার ঘটনাকে কেন্দ্র করে সমগ্র শান্তিরবাজার জুরে তীব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।