আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই || মণিপুরে দুই কুকি মহিলাকে প্রকাশ্যে রাস্তায় নোঙ্গর হাঁটানো এবং তাদের উপর নৃশংস অত্যাচারের বিরুদ্ধে শনিবার আগরতলা সিটি সেন্টারের সামনে CPI, NFIW, AIYF- এর ডাকে এক মৌন বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিন মুখে কালো কাপড় এবং হাতে মোম নিয়ে মৌন প্রতিবাদ সংগঠিত করে সিপিআই কর্মী সমর্থকরা।
উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সম্পাদক ডাঃ যুধিষ্টির দাস, সিপিআই রাজ্য সহ-সম্পাদক মিলন বৈদ্য, ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের রাজ্য সভানেত্রী তুলসী দাস কপালি, মহিলা ফেডারেশনের রাজ্য সম্পাদিকা জয়া বিশ্বাস, মহিলা নেত্রী সুস্মিতা নন্দী, সিপিআই নেতা অরুন সেনগুপ্ত, বিভাস ভট্টাচার্যী, সুব্রত দেবনাথ সহ পার্টি কর্মীসমর্থকরা।
কর্মসূচিতে সাংবাদিক মুখোমুখি হয়ে সিপিআই রাজ্য সহ-সম্পাদক মিলন বৈদ্য বলেন, মণিপুরে এই ভয়াবহ দাঙ্গার জন্য সম্পূর্ণ ভাবে ঐ রাজ্যের রাজ্য সরকারের মদত রয়েছে। দুই মাস আগে দুই কুকি মহিলার উপর এই ভয়াবহ নির্যাতন হয়েছে যা পুলিশ এবং রাজ্য প্রশাসন জানতো কিন্তু অপরাধীদের ধরতে কোনো পদক্ষেপ নেয় নি রাজ্য সরকার। গত ২ দিন আগে এই নির্যাতনের ভিডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে যা সারা দেশের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের মাথা হেট্ করে দিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ৭৯ দিন সময় লেগেছে মুখ খুলতে মনিপুর নিয়ে। মনিপুরের রাজ্য সরকারকে এখনই বরখাস্ত করা উচিত বলে দাবী জানান তিনি। এই নৃশংস ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এদিন সিপিআই রাস্তায় নেমেছে।